
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়া এলাকা থেকে রবিবার (১১ মে) সকালে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা এসে এটি উদ্ধার করেন। এসময় তার পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা সেখানেই চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুট্টা ক্ষেতের মালিক জয়নুল হক বলেন, সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। আমার ভুট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না।
পঞ্চগড় বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে আসায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় গাইটি। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে।
তিনি বলেন, নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। নীলগাইটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে।