ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মতিঝিলে ছিনতাইকালে গ্রেফতার ২
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশুকে উদ্ধার করল র‍্যাব
ভারত নিজেদের রোহিঙ্গাদের পুশইন করছে, এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল:বিজিবি ডিজি
রাজধানীতে আওয়ামী লীগের আরও চার নেতা গ্রেফতার
গুম কমিশনে জমা পড়েছে ১৮০০’র বেশি অভিযোগ
আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম গ্রেফতার
কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
তানোরে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন
মেছো বিড়াল সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচির শুভ উদ্বোধন
বকশীগঞ্জে পাহাড়ি ৪ ট্রাক লাল বালুসহ আটক-৭
বাংলাদেশ জাতীয় বধির সংস্থায় দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, র‍্যাব পূর্ণগঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার আছেন বহাল তবিয়তে!
কয়েকদিনের তীব্র গরমের পর পিরোজপুরে স্বস্তির বৃষ্টি

তানোরে ঘাস মারা বিষ দিয়ে ৪ বিঘা জমি ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাজশাহীর তানোরে রাতের আঁধারে কে বা কারা ঘাস মারা বিষ দিয়ে ৪ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির চকরহমত গ্রামের জমির মাঠে। গত শুক্রবার রাতের যে কোন সময়ে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান পৈত্রিক সুত্রে পাওয়া জমির মালিক জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার চকরহম গ্রামের জমির মাঠের ওই ৪ বিঘা জমি ১৯৭৭ সালে ক্রয সুত্রে দীর্ঘদিন ধরে নিয়ামতপুর উপজেলার চকপাহার গ্রামের মৃত আয়েজ উদ্দীনের পুত্র জাহাঙ্গীর আলম দিং খাজনা খারিজ করে ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছেন। হঠাৎ ২০২৩ সালে ওই জমি নিজের দাবি করে তানোর সদরের জৈনক হালিম ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে ব্যার্থ হন। সেই থেকেই ওই জমির দখল নিয়ে উভয়ের মধ্যে মামলা চলছে। তবে ওই জমি জাহাঙ্গীর আলম দিং দের দখলেই রয়েছে এবং এবছর বোরো ধান রোপন করেছেন।

রোববার দুপুরে সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া যায়, জমিতে রোপন করা বোরো ধানের শীষ সবেমাত্র বের হতে শুরু করেছে। গত শুক্রবার রাতের আঁধারে কে বা কারা ঘাস মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। ফলে পুরো ধান পড়ে খড়ে পরিনত হয়েছে। গ্রামের লোকজন বলেন, ওই জমি দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর ও তার ভাই বোনসহ ওয়ারিসগন চাষাবাদ করে আসছেন এবছরও তারা ওই জমিতে বোরো ধান চাষ করেছেন। এবিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই জমি আমাদের বাবার ক্রয় করা জমি, যা আমাদের জন্মের আগ থেকেই আমার বাবা চাষাবাদ করেছেন এখন ওয়ারিশ সুত্রে আমরা চাষাবাদ করছি। তিনি বলেন, ২০২৩ সালে ওই জমির মালিকানা দাবি করে তানোর সদরের হালিম নামের এক ব্যক্তি দখলে নেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। তিনি বলেন ওই জমি নিয়ে প্রতিপক্ষের সাথে মামলা চলছে।

শেয়ার করুনঃ