ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তীব্র তাপপ্রবাহে পঞ্চগড়ের মানুষসহ প্রাণিকুলের হাঁসফাঁস অবস্থা
কুড়িগ্রামে বাড়ির পাশেই মিললো স্কুলছাত্রীর লাশ
মহিপুরে সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যারা
“অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
সাবেক পাবলিক প্রসিকিউটরকে অপহরণের পর মুক্তিপণ দাবি: ভুক্তভোগী উদ্ধারসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার
বিএনপির কার্যালয় উদ্বোধনে আ.লীগ নেতারা, সমালোচনার ঝড়
নন্দিত টেলিভিশনের মাধ্যমে কৃষি সংবাদ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব সন্মানে ভূষিত হয়েছেন আলমগীর হোসেন 
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
বাইশারীতে গভীররাতে দুর্বত্তদের দেওয়া আগুনে এক বসতঘর পুড়ে ছাই
হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
ফুলবাড়ীতে গাঁজা সহ আটক-১
আমতলীর সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ ছজুর ইন্তেকাল
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

ডেমরায় ৮ লক্ষাধিক টাকার জালনোটসহ গ্রেফতার ২

রাজধানীর ডেমরা এলাকা থেকে আট লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- লাবনী বেগম(৩২) ও রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)। এ সময় তাদের হেফাজত হতে আট লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেমরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় একজন ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৮:৩৫ মিনিটে উক্ত স্থানে পৌঁছে পুলিশ একজন নারীকে দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে লাবনী বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১,৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন রসুলনগর সারুলিয়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাট তল্লাশি করে ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

ডিআই/এসকে

শেয়ার করুনঃ