
বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১,৭৫০ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে আলীকদম থানার একটি বিশেষ দল রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে রুহুল আমিন মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এমন অপরাধে জড়িত কাউকে ছাড়
দেওয়া হবে না।