
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আমশোস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।
গ্রেপ্তার আহমেদ বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার মৃত মফিজ উদ্দিনের পুত্র। তিনি একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে কাউসার আহমেদ বাবুকে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সাথে রাখতেন ওমর ফারুক চৌধুরী। গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সাথে দেখা যেত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে তানোর উপজেলা মুন্ডমালা পৌরসভার ১নং ওয়ার্ড আ’ লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৫৫) কেউ একই মামলায় পাঁচন্দর গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।