ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু
আলীকদমে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী
আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড চাকুরীচ্যুত বিডিআর সদস্য বাবু গ্রেপ্তার
চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত
বিজিবি’র অভিযান:এপ্রিল- মাসে ১০১ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
মোহাম্মদপুরে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শেওড়াপাড়ায় দুই বোনের মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম,সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি:আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে প্রসঙ্গে এজাজ
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাইকারী গ্রেফতার,ফোন উদ্ধার
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ১৬ জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৪ জন চিকিৎসক। এতে করে স্বাস্থ্যসেবায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে যখন রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।

বর্তমানে প্রতিদিন অন্তঃবিভাগে ভর্তি থাকেন প্রায় ৩৫ থেকে ৫০ জন রোগী। এর পাশাপাশি বহিঃবিভাগ, জরুরি বিভাগ এবং আরএমও’র কক্ষে প্রতিদিন সেবা নিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ। অল্প সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিয়ে এত রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “যে ক’জন চিকিৎসক আছেন, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য। আমরা সীমিত জনবল নিয়েও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ শূন্যপদ পূরণের ব্যাপারে সক্রিয় রয়েছেন। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।”তিনি আরও জানান, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি দূরীকরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত পদগুলো পূরণ এবং স্বাস্থ্যকর্মী সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

শেয়ার করুনঃ