
মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি: বিভিন্ন মামলায় ১১ বছর দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা সাইদুল ইসলাম (৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে সাইদুল কে বরিশাল থেকে কালীগঞ্জ থানা পুলিশের এসআই স্বপন,এএসআই তৌহিদুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাইদুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার মৃত ময়েছ আলী ফকিরের ছেলে।
তার বিরুদ্ধে কালীগঞ্জ, ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাজীপুর, নেত্রকোনা এবং মানিকগঞ্জে নারী ও শিশু নির্যাতন, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়।
কালীগঞ্জ থানার এএসআই তৌহিদুল ইসলাম জানায়, গ্রেপ্তার সাইদুলের নামে যেসব মামলা রয়েছে তার মধ্যে-ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪২৫/১৭ নম্বর মামলা, শরীয়তপুরের জিআর-২১/১৪, রাজশাহীর জিআর-১৬৩/২০, গাজীপুরের জিআর-৩৬৩/২১, নেত্রকোনার জিআর-৪৮/২০, মানিকগঞ্জের জিআর-২৬৩/১৮, ও শরীয়তপুরের জিআর-২১/১৪ (সাজা) মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
এগুলোর মধ্যে ৮ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং একটি মামলায় সে একবছরের সাজাপ্রাপ্ত আসামী ছিল। সে সাইদুল দীর্ঘদিন ছদ্মবেশ ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল।
জানা গেছে , সাইদুল দীর্ঘদিন এলাকায় না থেকেও ছদ্মবেশে চলাফেরা করতেন। সে কখনো ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়, বিকাশের মাধ্যমে প্রতারণা, কখনো জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারনা চালিয়ে আসছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।