
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৫শ ৬৫ মেঃ টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৪শ ৮৯ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী আব্দুর রহমানের ৬ মেঃ টন চাল ক্রয় করা হয়।ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা প্রমুখ।