
সকালের খবর ডেস্ক
কালিগঞ্জে আ’লীগের দোসর পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ করেছে কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল। বুধবার (৮ মে-২৫) বিকাল ৫টায় কালিগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ন আহ্বায়ক শফিউল আলম মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফরিদ, উপজেলা ও কলেজ ছাত্র দলের রবিউল ইসলাম,মোঃ মুন্না, মোঃ রিপন হোসেন, মোঃ নয়ন, মোঃ তাসকিন, মেহেদী তাজ, মোঃ সাকিব বিল্লাহ, জীবন বিশ্বাস, তাজ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ। কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের উপস্থাপনায় বক্তাগন বলেন ২৪ এর জুলাই আন্দোলনের পরে গত ৫ আগষ্ট পরবর্তী নেতাবনে যাওয়া উপজেলা ছাত্রদলের বিতর্কিত সদস্য সচিব ও আওয়ামীগের দোসর পারভেজ ইসলামসহ তার সহযোগীরা সম্পুর্ণ অপরিকল্পিত ভাবে কলেজ ছাত্রদলের সম্মেলনটি ভুন্ডল করার চক্রান্ত করে। তারই ধারাবাহিকতায় পরাজিত প্যানেল নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্যে আরও বিতর্কিত দখলবাজ, চাঁদাবাজদের নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠে। এ জন্যে তদন্তপূর্বক বহুল বিতর্কিত পারভেজসহ আওয়ামী দোসরদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।