ঢাকা, বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জীবননগরে আবারো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১
জুয়া ও মাদক প্রতিরোধে ওসির সাথে নান্দাইল নাগরিক ফোরামের মতবিনিময়
জীবননগর মুক্তমঞ্চে দিনব্যাপী ইসলামী ছাত্র শিবিরের সদস্য সংগ্রহ
চট্টগ্রাম বে- টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে:বিডা’র চেয়ারম্যান
বর্ণিল আয়োজেন আত্রাইয়ের পতিসরে পালিত হচ্ছে বিশ্বকবির ১৬৪ তম জন্মোৎসব
আবদুল হামিদের দেশত্যাগ, তিন পুলিশ প্রত্যাহার-বরখাস্ত
মোহাম্মদপুরে গুলি ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো
‘সাংবাদিক নন’ সিকদার লিটন একজন মামলাবাজ ও প্রতারক, হত্যাসহ একাধিক মামলা তার বিরুদ্ধে, চলছে তদন্তও
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে সন্তানকে মোবাইল কিনে দিতে পারেনি মা, অভিমানে ছেলের আত্মহত্যা
কালীগঞ্জে বিলুপ্ত হয়ে যাওয়া মৃৎ শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে প্রশিক্ষন কর্মসূচির উদ্ভোধন
ছদ্দবেশে থেকেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না ‘সাইদুল’
পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা
শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণছ

হোমনায় নারী সংক্রান্ত বিষয়ের জেরে থানায় দুই পক্ষের অভিযোগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় নারী সংক্রান্ত বিষয়ের জেরে পুলিশের নিকট দুই পক্ষের অভিযোগ দায়ের করার খবর পাওয়া গেছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের সাফলেজী গ্রামের মো.শফিকুল ইসলাম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে হাসিনা বেগম বাদী হয়ে হোমনা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাদী মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত হাসিনা বেগম তার বাড়িতে অসামাজিক কার্যক্রম করে আসছে। শনিবার আনুমানিক রাত ১০ টার দিকে আমি গোপন সংবাদে জানতে পারি হাসিনা বেগমের বাড়িতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি দুজন কে পাঠাই। তখন তারা এসে আমাকে বলে গোয়াল ঘরে দরজা বন্ধ অবস্থায় পুরুষ-মহিলার কথার আওয়াজ শোনা গেছে। তখন আমিসহ কয়েকজন কে সাথে নিয়ে সেখানে গিয়ে দরজা বন্ধ অবস্থায় পুরুষ মহিলার আওয়াজ শুনতে পাই। দরজার ফাক দিয়ে হাসিনা বেগম ও গোলাম মোস্তফা কে মশারীর ভিতর একসাথে দেখতে পাই।

তিনি আরো বলেন, এ সময় দরজায় ধাক্কা দেই ও তাদের কে দরজা খুলতে বলি। তখন তারা দরজা খুলে দেয়। তখন তাদের কে জিজ্ঞেস করি এতো রাতে দুজন মশারীর ভিতরে কি করতেছে। তখন মোস্তফা বলে আমি টাকা নিতে আসছি। তখন তাকে প্রশ্ন করি এতো রাতে গোয়াল ঘরে দরজা বন্ধ করে মশারীর ভিতর টাকা নিতে হবে কেন? এতে হাসিনা ও মোস্তফা আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে হাসিনা আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। পরবর্তীতে শুনি হাসিনা বেগম বাদী হয়ে থানায় আমাদের নামে টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করে। কিন্তু আমরা কোন প্রকার চাঁদা দাবী করিনি ও কোন রকম টাকা নেইনি৷

অপরদিকে গোলাম মোস্তফা বলেন, হাসিনা বেগম সম্পর্কে আমার ভাবি হোন। কিছুদিন পূর্বে গরু কেনার জন্য সে আমার থেকে টাকা ধার নিয়েছিল,সেই টাকা ফেরত দিবে বলে সে আমাকে তার বাড়িতে যেতে বলে। আমি বাজারের ব্যবসা শেষে রাত ৯ টার দিকে তার বাড়িতে যাই। এসময় সে আমাকে পাওনা টাকা দেয়, আমি সেই টাকা গুনার সময় শফিকুল ইসলাম সহ আরো কয়েকজন মিলে দরজা ধাক্কাতে থাকে।

তিনি আরো বলেন, আমি দরজা খুলে দিলে তারা আমাদের নানা রকম অশালীন বিষয়ে প্রশ্ন করতে থাকে ও আমাদের কে হেনস্তা করতে থাকে এবং আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপবাদ দিতে থাকে। অথচ আমরা এসবে জড়িত নই। এসময় আমার সাথে থাকা ১ লক্ষ টাকা তারা নিয়ে যায়। মূলত দীর্ঘদিন যাবত তারা আমার থেকে চাঁদা দাবী করে আসছে কিন্তু আমি চাঁদা দেইনি। এছাড়াও পূর্ব শত্রুতার জের ধরেই তারা আমার উপর পরিকল্পিত ভাবে এই ঘটনা সাজায়।

এদিকে স্থানীয়রা বলেন, রাত আনুমানিক ১০ টার দিকে আমরা শফিকুল ইসলামের সাথে হাসিনা বেগমের বাড়িতে যাই। তখন মোস্তফা ও হাসিনা বেগমের কথার আওয়াজ ঘরের ভিতর থেকে শুনতে পাই। তখন তাদের দরজা খুলতে বললে তারা ঘরের দরজা খুলে দেয়। তারা ঘরের কি ভিতর কি করতেছিল জিজ্ঞেস করলে তারা জানান, হাসিনা বেগম থেকে পাওনা টাকা নিতে আসছে।

এ সময় কামাল নামের একজন বলেন, রাতে আমি মানুষের শোড়গোল শুনতে পেরে হাসিনা বেগমের বাড়িতে যাই। তখন দেখি হাসিনা বেগম ও মোস্তফা কে গোয়াল ঘর থেকে বের করা হচ্ছে। তাদের সাথে শফিকুল ইসলামের কথাকাটি হচ্ছে। তখন আমি সবাই কে শান্ত করি এবং গোলাম মোস্তফা কে বাড়িতে পৌছে দেই।

এবিষয়ে হাসিনা বেগমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে হোমনা থানার এসআই মোঃ নাছির উদ্দিন বলেন, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। তাই দুই পক্ষ কে থানায় ডেকেছি। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ