ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর মিললো ছিনতাইকারীর চোখ উপড়ে ফেলানো মরদেহ
কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ঝিকরগাছায় বিএনপির দু ‘গ্রুপের সংঘর্ষ এক কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
পাঁচবিবিতে ছাত্রনেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪
নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
ডাটাবেইজ বিশ্লেষণ করে ছিনতাই চক্র শনাক্ত করা হচ্ছে: যুগ্ম কমিশনার
নওগাঁয় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেফতার সাত
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি,অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭ ডাকাত
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ড করলেই ব্যবস্থা:রেজাউল মল্লিক

এবার ভাটারা থানার হত্যা মামলায় প্রতারক ও সন্ত্রাসী সিকদার লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ও সন্ত্রাসী সিকদার লিটন ওরফে টুটুলকে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গেল এপ্রিলে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার একটি আদালত লিটনকে ওই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

এর আগে ৫ মার্চ ফরিদপুর শহর থেকে সিকদার লিটনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। ১৩ আগস্ট থানায় হওয়া বিস্ফোরক ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে আদালতে পাঠানো হয়। রবিবার সেই মামলায় সিকদার লিটনকে জিজ্ঞাসাবাদে একদিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

বহুরুপী প্রতারক ও সন্ত্রাসী সিকদার লিটন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুর হোসেনের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। নিজ এলাকায় এমপি মঞ্জু ও নিজের ছবি ব্যবহার করে ব্যানার,পোস্টার ছাঁটাতো সিকদার লিটন। তাছাড়া সরকারি-বেসরকারি চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ,অন্যের জমিদখল, চাঁদাদাবি,মারধরসহ নানান অভিযোগ আছে তার বিরুদ্ধে। যার সবই করত এমপি মঞ্জু’র নাম ব্যবহার করে। এর আগেএ বহুবার কারাগারে যেতে হয়েছে তাকে। তবে প্রতিবারই কারাগার থেকে বেরিয়ে একই অপরাধ করেছে সে।

গেল অক্টোবরেও একজনকে কারামুক্ত করার অজুহাতে প্রতারণার মাধ্যমে দুইলাখ টাকা ও একটি মোটরসাইকেল হাতিয়ে নেয় সে।

এদিকে বুধবার আদালত সূত্রে জানা গেছে,জুলাই
কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় মসজিদের গলির মুখে আন্দোলনরতদের ওপর সশস্ত্র হামলা হয়। হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। পরে শফিকুল ইসলাম ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় এজাহারনামীয় ২৭ নম্বর আসামি এই সিকদার লিটন। তাছাড়া ছাত্র-জনতার আন্দোলন দমনে আর্থিকভাবে সহায়তা করে সে।

অন্যদিকে ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে মোহাম্মদপুরের বছিলা ব্রিজের কাছে রাস্তার ওপর জনতাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে গুরুতর জখম ও হুকুম প্রদানের অপরাধ সংগঠনের অভিযোগে মোহাম্মদপুর থানায় মোছা. নাদিরা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সিকদার লিটনকে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা বলে অভিযুক্ত করেছেন বাদী। যেখানে তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সিআর-১২৫/২৫ মামলাটির এজাহার থানায় রুজু হয়। সম্প্রতি সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে লিটনকে।

নিজে ছাত্র-জনতার আন্দোলনে দমনে ভূমিকা রাখলেও পরে ভোল পাল্টে শহীদ পরিবারের পক্ষে মামলা শুরু করে সিকদার লিটন। এতে সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তিদের টার্গেট করে মামলার আসামি করা হয়। আবার আসামি করার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে মোটাঅঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ২২ লাখ টাকার লেনদেনের তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, এই ভয়ঙ্কর প্রতারকের বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ