ঢাকা, বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মালিক বহীন ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি
কালিগঞ্জে কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান’র প্রহসনমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন
আত্রাইয়ে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকীতে সাজ সাজ রবে মেতে উঠেছে পতিসর
রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাবিবউল্লাহ মারুফ
টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ: কলাপাড়ায় দুই প্রতারকের বিরুদ্ধে মামলা
সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সুবিধা নিতে চায় প্রতারক সিকদার লিটন
নোয়াখালীতে বিধবার জমি উদ্ধার করতে গিয়ে ফাঁসলেন স্বেচ্ছাসেবক দল নেতা
ফুলবাড়ীতে সরকারীভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজি বদলি
আমতলী প্রতারক দম্পতি আটক

পঞ্চগড়ে সাবেক এমপি-মন্ত্রী-ডিসি-এসপিসহ আ’লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

পঞ্চগড়ে বহুল আলোচিত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার ( ৬ মে) বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন আদালত।
গত সোমবার ( ৫ মে) পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে এ মামলা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল ওহাব মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আর্জি ও আইনজীবী সূত্রে জানা যায়, এই মামলায় ১৫৪ জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেল মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক এমপি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক জেলা প্রশাসক জহুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সাবেক তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও এস এম সফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর থানা পুলিশের সাবেক অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, আবু তােয়াবুর রহমান, মোশারফ হোসেন, আব্দুল লতিফ তারিনসহ আওয়ামী লীগের ১৫৪ নেতাকর্মী। এছাড়াও অজ্ঞাত নামা ৪০০ থেকে ৭০০ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড় জেলা দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী ও সমাবেশ পালন করছিল। সমাবেশে জেলা উপজেলার নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচীতে অতর্কিত হামলা করে, পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুঁড়ে। নেতাকর্মীরা প্রাণভয়ে দিক বেদিক ছুটাছুটি করে। আসামীরা হত্যার উদ্দেশ্যে বাদীর স্বামী মৃত আব্দুর রশিদ আরেফিনকে মারপিট করে ও অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে নুরুজ্জামান বাবু গেলে তাকেও মারপিট করে রক্তাক্ত করে। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেলে আব্দুর রশিদ আরেফিন ও নুরুজ্জামান বাবুকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করে। পরে নুরুজ্জামান বাবুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে হস্তান্তর করে। তার মাথায় পাঁচটি সেলাই রয়েছে। আসামীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও জ্বালিয়ে দেয়। এতে ছয় লাখ ৫৯ হাজার টাকার ক্ষতি হয়। তৎকালীন পতিত স্বৈরাচারী সরকারের ভয়-ভীতি ও প্রাণনাশের আশঙ্কায় এতদিন মামলা করতে পারেননি বাদী।
এ মামলায় আওয়ামী লীগের ১৫৪ নেতাকর্মী আসামী করা হয়েছে।

শেয়ার করুনঃ