
মাহতাব উদ্দিন আল মাহমুদঃ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখেদিনাজপুরের ঘোড়াঘাটে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওর্য়াকিং বিষয়কপ্রশিক্ষণ র্কোসের উদ্বোধন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর র্কতৃক বাস্তবায়িত-টেকনোলজি এম্পায়ারমেন্ট
সেন্টার অন হুইলস্ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ(টেকাব) প্রকল্পের আওতায় রবিবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদসভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন র্কাযালয়ের আয়োজনে এ প্রশিক্ষণর্কোসের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা র্নিবাহী অফিসার মো. রফিকুল ইসলাম।উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা র্নিবাহী অফিসার মো. রফিকুল ইসলাম।আরও বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা আব্দুলখালেক, প্রশিক্ষক নন্দ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ প্রশিক্ষর্নাথী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকমিডিয়া র্কমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।