ঢাকা, মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি,আহত ২
ঝিকরগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ ২ ভণ্ড কবিরাজ আটক
পঞ্চগড়ে আদালতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
বাগেরহাটে জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা
তানোরে পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমাকে স্নাতক সমমানের দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় প্রথম সভা
ফিরছেন খালেদা জিয়া: অভ্যর্থনাকারী ও সাংবাদিকরা গাড়ি রাখবেন যেখানে
নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু
উলিপুরে শত্রুতার জেরে বেড়ে চলেছে ফসলহানীর ঘটনা
বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুমের পথসভা-কর্মীসমাবেশ
ফুলবাড়িতে অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ
কসবা সীমান্তে বিএসএফের গুলি:ঢাকায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ সেই ভারতীয় চোরাকারবারি আটক
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি

আত্রাইয়ে বিবাদমান জমি থেকে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিবাদমান জমি থেকে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়সাড়া গ্রামের রিমা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দাদা থেকে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত বুজরুগ বোয়ালিয়া মৌজায় ৩.৯০ শতাংশ জমি দীর্ঘদিন থেকে তারা পিতা আব্দুর রহিম খাঁন ভোগদখল করে আসছে। তার চাচা আব্দুস ছালাম খাঁন ১৯৮৪ সালের একটি দলিল বলে দাদা তাকে ২.৫৬ শতাংশ জমি হেবা করেছেন মর্মে কিছু জমি অন্যের কাছে বিক্রি করে দেন।

অথচ তার দাদা মৃত্যু বরণ করেছেন ১৯৮৩ সনে। এ থেকে প্রতিয়মান হয় যে দলিলটি সম্পূর্ণ ভূয়া ও জাল। পরবর্তীতে তারা এ বিষয়ে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। আমরা আমার চাচার ওই দলিলটি বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করেছি যা বিচারাধীন রয়েছে।

এদিকে আমাদের পূর্ব থেকে ভোগদখলকৃত জমিতে আমরাই ইরি বোরো ধান রোপন করি। ধান পাকতে শুরু করলে প্রতিপক্ষের লোকজন জয়সাড়া গ্রামের আব্দুর রহমান (৫৫), আব্দুল মান্নান সরদার (৫০) ও মারুফ হোসেন (২৫) ২০-২৫ জন লোক নিয়ে জোর পূর্বক আমাদের জমির ধান কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডিও করা আছে। জিডির প্রেক্ষিতে পুলিশ তাদেরকে ধান কাটতে নিষেধ করলেও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জোর পূর্বক ধান কেটে নিয়ে যায়। তিনি তার লিখিত বক্তব্যে ধান কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রিমা খাতুনের পিতা আব্দুর রহিম খাঁন, মা শহিদা বিবি, সাহেবগঞ্জ উত্তরপাড়া গ্রামের সোহাগ, শিবপুর গ্রামের রাব্বি ও মির্জাপুর গ্রামের রানা হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ