
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আল্লাহর বিধান ছাড়া সমাজে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বিকালে বালিঘাটা দাখিল মাদ্রাসার মাঠে নতুন যোগদানকৃত সহযোগী সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সহযোগী সমাবেশে এ কথায় বললেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহ:সেক্রেটারি এ্যাড: মামুনুর রশিদ।পৌর জামায়াতের আমীর আবুল বাশার এর সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, “আমরা একটি দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদের সমাজে যে অন্যায়-অবিচার,ঘুষ ও ক্ষমতার অপব্যবহার চলছে, তার অবসান ঘটাতে হলে ইসলামি নীতি ও আদর্শকে অনুসরণ করতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। আল্লাহর বিধান ছাড়া সমাজে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার প্রমুখ।সমাবেশে প্রায় ৫ শতাধিক নতুন সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।