
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (০৫মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রবিবার (০৪মে) দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন,রবিবার (০৪মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি বিশেষ অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-মিঠুন কুমার (৪৭),জলিল রতন(৩৮),সাব্বির (২৩),লিটন (৩২) ও সোহেল মিঠু (৪২)।
এদের মধ্যে ডিএমপি ১,চাঁদাবাজি ২,ধর্ষণ ১,ওয়ারেন্ট ১ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে