ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝালকাঠির দু’টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৫ প্রাথী ৭ জনের মনোনয়নপত্র বাতিল

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠির দু’টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৫জন প্রার্থী এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আমু ও শাহজাহান ওমরসহ ৮ জনের মনোনয়ন বৈধ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

 

রবিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সভা কক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) এই দু’টি আসনে ১৫ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝালকাঠি-১ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৬ জন ও ঝালকাঠি-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

এদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে বজলুল হক হারুন ও ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাতীয় পার্টির এজাজুল হক, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মামুন সিকদার, কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমান, এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম, আবুল কাশেম ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতীক বজলুল হক হারুন, জাতীয় পার্টির এজাজুল হক এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম, আবুল কাশেম ফখরুল ইসলাম।

 

এছাড়া যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীক ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মামুন সিকদার, কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমান।

 

অপরদিকে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান, জাকের পার্টির প্রার্থী মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফোরকান হোসেন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দীন ইমরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ  করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস ছালেক উপস্থিত ছিলেন।

 

দু’টি আসনের নির্বাচন কর্মকর্তারা জানান, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীরা ঐ। দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুনঃ