
রাজবাড়ীতে পৃথক দুই অভিযান চালিয়ে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,জিলাল শেখ (৪৫) ও অনিক (৩০)।
রবিবার(৪ মে) রাজবাড়ীর জৌকুড়া ও রেলস্টেশন এলাকা থেকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে।
এদিন দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার জৌকুড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. জিলাল শেখকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে আজ সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাজবাড়ী সদর থানার মামলায় ৫ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী অনিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
ডিআই/এসকে