
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আংড়া দাখিল মাদ্রাসার হল রুমে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, “দেশকে অপশাসন ও দুঃশাসনের কবল থেকে মুক্ত করতে হলে আমাদেরকে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে হবে। ইসলামের আদর্শ ও মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য দ্বীন কায়েম অপরিহার্য। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুবুর রহসান, কুসুম্বা ইউনিয়নের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, আটাপুর ইউনিয়নের নায়েবে আমীর মোঃ জয়নাল আবেদীন ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ আনিছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে সকল নেতৃবৃন্দ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁরা বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, বরং আল্লাহর বিধান অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম।