
নড়াইল জেলা প্রতিনিধি:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস যোগ্যতা নিয়ে ভর্তি হওয়ার পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটি সনদের মান স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্স সনদের সমমান করার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। রবিবার (৪মে) সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলছেন, নার্সিং শিক্ষায় বৈষম্য, অসংগতি, অবমূল্যায়নের কারণে সৃষ্ট জটিলতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে তাদের এ আন্দোলন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্সের সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। দাবি আদায়ে তারা ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকরা সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। নার্সিং শিক্ষার উন্নয়নের মাধ্যমেই জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব। নার্সিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নড়াইল জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা এইচএসসি পাস করলে তিন বছর পড়াশোনা করে আবার ছয় মাসের ইন্টার্নশিপ করি। এর পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এইচএসসি সমমান। এ বৈষম্য দূর হওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে সরকার। এছাড়া এ সময় আরও বক্তব্য রাখেন, তানজিব, হিরা বিশ্বাস, তাসমিয়া আক্তার, শান্তানু পোদ্দার।