
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের বান্দরবান জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রাত ১২.১০ মিনিটে আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। সঙ্গীয় ফোর্স থানা পুলিশের প্রসিকিউশনে আটক করা হয় এবং ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এই অপরাধে আসামীর ০৩ জনকে ১৫ দিন করে এবং ০১ জনকে ৬০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একই সাথে ০৪ জনকে ৪০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আটকদের মধ্যে একজন হচ্ছেন চৈক্ষ্যং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোস্তফা কামাল আলম-৩২, অন্য তিনজন মো: সাদেক হোসেন-২৫, মোা: হাবিবুল্লাহ-৩২ মো: মুবিন মিয়া-২৯ মো: আলম-৩২
উল্লেখ্য, স্থানীয় প্রশাসনের এমন অভিযান মাদক নির্মূলে ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।