
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে নোবিপ্রবি ছাত্রদল ও নোয়াখালী জেলা ছাত্রদল।
শুক্রবার (২ মে) জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে এ হেল্প ডেস্ক স্থাপন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক সহায়তায় দলটির নেতাকর্মীরা।
হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ’সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, ছাত্রদল নেতা মো. জাহিদ হাসান, ছাত্রদল নেতা হাসিবুল হোসেন হাসিব।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা বলেন, ‘আমরা সবসময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি।’
উল্লেখ্যঃ নোবিপ্রবির ভর্তি পরীক্ষা এবার ৩ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২ মে) ২য় ধাপ এবং আগামী শুক্রবার (৯ মে) ৩য় ধাপ অনুষ্ঠিত হবে।