
রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
শুক্রবার (০২মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার (০১মে) দিনব্যাপী আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার (০১মে) দিনব্যাপী আদাবর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সাকিব হাসান(১৮), মো. আমিনুর (২০), মো.ইয়াছিন মিয়া(১৭), মো.সিরাজুল ইসলাম(১৯), মো. শুভ আহম্মেদ(১৯), কৌশিক মজমুদার(২০),ফয়সাল (২৮), মো. মুন্না(২৩),শুভ ওরফে হৃদয়(২৪), মো. রিয়াজ (২০),মো. সোহাগ(১৮),মো. ইসমাইল হোসেন(২১), শুভ হাওলাদার, মো. আরিফুল ইসলাম রাজিব(১৬),শাহজাহান(১৬) ও তানভির(১৬)।
এদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, ডিএমপি মূলে ৭ জন, ৩ জন শিশুকে অভিভাবক এর নিকটে জিম্মায় প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে