
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর :আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে শ্রমিক দল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে পৃথক র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদলে র র্যালিতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া৷ জেলা শ্রমিক দলের সভাপতি আবু হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, শ্রমিক দল নেতা আবুল হাসনাত সোহেলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম,শ্রমিক কল্যা ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়। নেতৃবৃন্দ বলেন শিশুশ্রম নিষিদ্ধ সহ শ্রমিকদের কল্যাণে সরকারের বিশেষ ভূমিকা থাকা প্রয়োজন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরের শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪৯১ জন শ্রমিক নিহত ও এক হাজার ৩৩৪ জন শ্রমিক আহত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে বুধবার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।গত তিন বছরে ৩০ জন গৃহকর্মী মালিকের নির্যাতনে নিহত হয়। এসব নির্যাতন বন্ধে সরকারিভাবে এবং সামাজিকভাবে এই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।