
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
“শ্রমিক – মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় শ্রমিক ও মহান মে দিবস উদযাপনে র্যালী- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শ্রমিক ও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সার্কিট হাউস থেকে র্যালী বের করা হয়। এ র্যালী টি জেলা শিল্প কলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এসময় বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) জুয়েল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধীজন।উক্ত র্যালী ও আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ হারুন অর রশিদ ও নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।