
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামী মো. স্বপন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১০।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজগঞ্জ এলাকায় র্যাব-১০ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ মে) সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. স্বপন মিয়া যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(খ)/৩০ ধারার মামলায় এজাহারভুক্ত আসামী। মামলাটি কেরানীগঞ্জ মডেল থানায় ১৫ নভেম্বর ২০২৪ সালে দায়ের করা হয় (মামলা নম্বর- ১৪)।
এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে