
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নতুন করে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুম উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুমের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও এলজিইডির অর্থায়নে এই মেশিনটি ক্রয় করা হয়।উদ্বোধনকালে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী, মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম, সহকারী সার্জন (ডেন্টাল) ডা. নুজহাত আফরিন , এলজিইডির উপসহকারী প্রকৌশলী সুজন চক্রবর্তী, হাসপাতালের পিএলসিএ আব্বাস আলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হৃদয় পাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালুর মাধ্যমে গর্ভবতী নারী সহ রোগীরা সহজেই সেবা নিতে পারবেন এবং স্বল্প খরচে গরিব ও অসহায় রোগীরা ইসিজি সেবা নিতে পারবেন।উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী সরকারি এই হাসপাতালে সেবা নিতে মানুষকে আহবান জানান।