
রাজধানীর রামপুরায় একটি আন্ত:জেলা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার আসামিরা হলেন, ১) শাহিন (৩১) ও সঞ্জিত রাজবংশী (৩৫)।
মঙ্গলবার পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে রাস্তার উপর আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহণ বিসনেস ক্ল্যাসিক নামের বাসটি থেকে এসব মাদক উদ্ধার করে ডিএনসি।
বুধবার(৩০ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম এসব তথ্য নিশ্চিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও পরিদর্শক আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকশ টিম গতকাল রামপুরা মোল্লা টাওয়ারের সামনে অভিযান চালায়।
অভিযানে আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহণ বিসনেস ক্ল্যাসিক নামের যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৬৮) তল্লাসি করে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ডিএনসি কর্মকর্তা শামীম আহমেদ জানান, কক্সবাজার হতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্ত. জেলা বাসের পরিবহণ শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে হাতিরঝিল থানায় মামলাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
ডিআই/এসকে