
জামালপুরের মেলান্দহ উপজেলার বরাদহ বিল থেকে দীর্ঘদিন থেকে মাটি কাটার মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ খাস জমি থেকে মাটি কাটা হলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার।
জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের নামাবন্ধ বরাদহ বিলের জমি পর্তন নেন পাশের এলাকা নটারকুড়া গ্রামের তারা আকন্দ।তিনি ওই জমিতে ধান চাষাবাদ করেন।সেখানে বর্ষা মৌসুমে মাছের জন্য উপযুক্ত পরিবেশ হওয়ায় ভালো মাছ পাওয়া যায়। পর্তন নেওয়া জমির মাটি বিক্রি করে সেখানে গভীরতা সৃষ্টি করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তারা আকন্দের ছেলে ওয়াসিম ও মাটি ব্যবসায়ী রুকু ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন জায়গায় বিক্রি করছেন।এতে খাস জমির শ্রেনী পরিবর্তন হচ্ছে।গভীরতা বেশি হওয়ায় বর্ষা মৌসুমে পাশের জমি হুমকিতে পড়বে।গ্রামীন রাস্তায় প্রতিনিয়ত মাটি বোঝাই গাড়ি চলাচলের ফলে রাস্তা নষ্ট হচ্ছে।ধুলোবালিতে রাস্তায় যাতায়াত করা লোকজনের নষ্ট হচ্ছে কাপড়।
এ বিষয়ে তারা আকন্দের ছেলে ওয়াসিম জানান,পর্তন নেওয়া জমি থেকে মাটি কাটায় জমির শ্রেনী পরিবর্তনের কথা স্বীকার করেন। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে হয়রানিতে পরবেন। এজন্য সংবাদ প্রকাশ করতে বারণ করেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আলমগীর জানান,দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।