
কুয়াকাটা প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী উৎসব উপলক্ষে উপকূলীয় সাংবাদিকতা ও আমাদের করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ এপ্রিল) রাত ৮টায় কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনডিপেনডেন্ট ক্লাইমেট ও কোস্টাল জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল মিডিয়া ও উপকূল সাংবাদিকতায় বিশেষজ্ঞ মো.রফিকুল ইসলাম মন্টু।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো.হুমায়ুন কবির, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস.কে রঞ্জন, মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি প্রমুখ। কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সালেহ জাফর, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এইচ.আর মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা সহ কলাপাড়া ও কুয়াকাটা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
সেমিনারে নুতন এবং তরুণ প্রজন্মের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং কলাপাড়া এবং কুয়াকাটার সম্ভাবনা এবং সাংবাদিকদের করনীয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।