ঢাকা, রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন আমরা সেগুলো বন্ধ করে দিব:ডিএনসিসি প্রশাসক
২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশর অভিযানে গ্রেফতার ১৫০৮
আমার দেশ সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
পটুয়াখালীতে ধর্ষণের শিকার সেই শহীদকন্যার আত্মহত্যা
বিদ্যুৎ-মেট্রোরেলসহ যেকোনো ধরনের সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রল দিতে হবে
কবির-মুসার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় হত্যা মামলা
নালিতাবাড়ীতে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
“চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের”
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশে আ’ লীগের ঠিকানা হবেনা: ভিপি নুর
মিরসরাইয়ে ওমান প্রবাসীর বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন
উলিপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবিতে সংলাপ
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সভা 
কালিগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতায় ওয়ার্কশপ 
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন

পঞ্চগড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। দলীয় কার্যক্রম গতিশীল করতে এবং আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪-এপ্রিল) পঞ্চগড় পৌরসভা চত্বরে সকাল দশটায় উদ্ধোধনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির আয়োজনে প্রশিক্ষন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন। দেশের ভাল কাজগুলোর শতভাগের মধ্যে ৭০ শতাংশ ভাল কাজ বিএনপি করেছেন। এটি কাগজ কলমের হিসাব। সেজন্যই দেশের মানুষ আস্থা রাখে বিএনপির উপর। দেশের পানির অভাব দূরীকরন নারীদের শিক্ষার প্রসার বিএনপি করেছিলো। তিনি আরো বলেন সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। একই সাথে তিনি বলেছেন, জনমানুষের যে প্রশ্ন- যে চাওয়া, তারসাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি। একই সাথে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি। কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন। কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, , বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ উপস্থিত ছিলেন। সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই কর্মশালায় তারেক রহমান ঠাকুরগাঁও ও দিনাজপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উপর দেন।

শেয়ার করুনঃ