ঢাকা, রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন আমরা সেগুলো বন্ধ করে দিব:ডিএনসিসি প্রশাসক
২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশর অভিযানে গ্রেফতার ১৫০৮
আমার দেশ সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
পটুয়াখালীতে ধর্ষণের শিকার সেই শহীদকন্যার আত্মহত্যা
বিদ্যুৎ-মেট্রোরেলসহ যেকোনো ধরনের সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রল দিতে হবে
কবির-মুসার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় হত্যা মামলা
নালিতাবাড়ীতে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
“চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের”
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশে আ’ লীগের ঠিকানা হবেনা: ভিপি নুর
মিরসরাইয়ে ওমান প্রবাসীর বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন
উলিপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবিতে সংলাপ
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সভা 
কালিগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতায় ওয়ার্কশপ 
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন

ফুলবাড়ীতে জামাইয়ের লাঠির আঘাতে হাসপাতালে’ শাশুড়ি’

বিপুল মিয়া , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দিয়েছে জামাই। জামাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত
শাশুড়ি মোমেনা বেওয়া (৫৫) উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

শনিবার সকাল দশটার দিকে উপজেলার শাহবাজার সংলগ্ন পোদ্দারটারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোমেনা বেওয়া জামাইয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, দশ বছর আগে মোমেনা বেওয়ার মেয়ে সাহিদা খাতুন এর সাথে পার্শ্ববর্তী পোদ্দারটারী এলাকার নজরুল ইসলামের ছেলে খাইরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাহিদা খাতুন এর উপর চলে অমানবিক অত্যাচার ও নির্যাতন। এক পর্যায়ে সাহিদা খাতুন নিজের জীবন চালানোর জন্য ঢাকায় গার্মেন্টসের চাকরি নেন।

তাতেও খায়রুলের হাত থেকে নিস্তার মেলে না সাহিদার। সেখানে গিয়ে খাইরুল সাহিদা খাতুনকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে আসে। এর কিছুদিন পর থেকে খাইরুল আবার যৌতুকের জন্য বারবার চাপ দিতে থাকেন। যৌতুক দিতে না পারায় সাহিদার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। স্ত্রী সাহিতাকে নির্যাতন করেই থেমে থাকেননি খাইরুল। শশুর বাড়িতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে খাইরুল। তারপরও পরিবার ও পাড়া-প্রতিবেশীদের পরামর্শে সব কিছু মেনে নিয়ে সংসার চালিয়ে যান সাহিদা।

কিন্তু যৌতুক লোভী খাইরুলের লোভী অমানুষিকতার পরিবর্তন ঘটে না। ২৬ এপ্রিল সকালে শ্বশুরবাড়ি গিয়ে জোর জবরদস্তি করে চাল নিয়ে আসে খাইরুল। কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে কথা বলতে জামাইয়ের বাড়িতে আসেন শাশুড়ি মোমেনা বেওয়া। কথা বলতে বলতে কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে বেদম মারপিট করে খাইরুল। এ সময় জামাইয়ের লাঠির আঘাতে মোমেনা বেওয়ার মাথা ফেটে যায় এবং গুরুতর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মেয়ে সাহিদা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাহিদা খাতুন জানান, বিয়ে হওয়ার পর থেকে খাইরুল আমার কাছে যৌতুকের টাকা দাবি করে। আমার মা টাকা দিতে না পারায় আমাকে অমানুষিক নির্যাতন করতো। আজকে আমার মাকে বেধম মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।

শাশুড়ি মোমেনা বেওয়া জানান, মেয়ের সংসারের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে খাইরুলের বিভিন্ন অত্যাচার ও জুলুম সহ্য করেছি। আমি জামাইকে নিজের ছেলের মতই দেখি। আজ বাড়ি থেকে চাউল নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সে লাঠি দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এই অমানুষের সঠিক বিচার চাই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শেয়ার করুনঃ