ঢাকা, রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন
উলিপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতি সংলাপ
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মহৎ বিনিময় সভা
তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্ৰেফতার
সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে চাঁদা আদায়,১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪
লাকসামে গোস্ত ব্যবসায়ী ও বাজার ইজারাদারের উপর হামলার অভিযোগ
তানোরে দুর্নীতিবাজ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান সেই লিটন’কে স্বপদে বহাল করলেন পল্লী বিদ্যুতের ডিজিএম
ঝিকরগাছায় বাবা ও ছেলে একে অপরকে কুপিয়ে হাসপাতালে
গাছপাকা আম চেনার উপায়
তেরখাদা উপজেলা বিএনপি’র জরুরি সভা
আমতলীতে বন্দর হোসাইনিয়া মাদ্রাসায় কামিল পাঠদানে অনুমতি , মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অভিষেক
পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত
কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
পবিপ্রবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ পালিত
পঞ্চগড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা

মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা, মারপিটে গুরুত্বর আহত-৪

রাজশাহী জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় এশিয়ান টিভির সাংবাদিক রায়হান আলী বাড়ীঘরে হামলা ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি নেতা দেলোয়ার ও তার লোকজনের মারপিটে ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পরানপুর ইউপির পরানপুর দক্ষিণ পাড়া) গ্রামে।
আহতদের মধ্যে ১জনের অবস্থা গুরুত্বর ও আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন,উপজেলার পরানপুর ইউপি ও গ্রামের মৃত তৈয়ম সরদারের ছেলে সোলাইমান আলী সরদার (৬৫), তার ছেলে হুমায়ন আলী (৪০), সাংবাদিক রায়হান আলী (৩৮) ও মৃত কেরামত আলী মোল্লার ছেলে খোদাবক্স আলী (৭০)।
অপরদিকে অভিযুক্তরা হলেন,একই এলাকার প্রতিবেশী বিএনপি নেতা এবং লালবর সরদারের ছেলে দেলোয়ার হোসেন (৫২), আব্দুল মতিন (৪৫),আব্দুল হাকিম (৪২),আব্দুল্লাহ (৩৫), হোসাইন (২৮) ও আব্দুর রাকিব (৩০) সহ আরো ১০/১৫ জন।

জানাগেছে,সাংবাদিক রায়হান পেশাগত দায়িত্ব পালন করে বাড়ী ফিরছিলেন। অনুমানিক রাত ৮ টার দিকে বিবাদীর বাড়ীর সামনে সাংবাদিক রায়হান আলী পৌঁছাইলে দলবদ্ধভাবে লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হামলা করেন।
এসময় তার ডাকচিৎকারে তার বাবা,বড় আব্বা ও বড় ভাই এগিয়ে আসলে তাদের উপর উপর্যপুরি লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।ঘটনাস্থলেই ৪ জন গুরুত্বর আহত হন।
সাংবাদিক রায়হান আলী দৌড়ে পালিয়ে গিয়ে জীবন বাঁচানোর চেষ্ঠা করেন। এসময় তার ব্যবহত মোটরসাইকেল ও বাড়িঘরে ভাংচুর চালান তারা।পরে পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সরেজমিনে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে, সাংবাদিক রায়হান আলীর বড় ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের কুপে ৯টি সেলাই, বাবার মাথায় ৪টি সেলাই, বড় আব্বার কোমরে ধারালো অস্ত্রের আঘাতে দুটি কিডনী ফুটো হয়ে গেছে বলে সূত্রে জানা গেছে ।
এমন কী মেরুদন্ডের হাড় ফেটে গেছে ও দুই হাত ভেঙ্গে দুমড়ে মুছড়ে দেয়া হয়েছে । এখন সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মুখ এ নাক দিয়ে রক্ত ঝরছে।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ