
বিএনপি’র “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পঞ্চগড়ের ৫ উপজেলা আয়োজনে: বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পঞ্চগড় পৌরসভা মাঠে এই কর্মশালার আয়োজন করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বিকাল সাড়ে চারটায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব মোা. ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ
রেহেনা আক্তার বানু, মাহমুদা হাবিবা, আনিসুর রহমান তালুকদার খোকন, আকরামুল হাসান, কাজী রওনাকুল ইসলাম শ্রাবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজিত কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা ও পৌর এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এ উপলক্ষে কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।