
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম পারভেজকে মিথ্যা ও তুচ্ছ ঘটনায় জড়িত অভিযোগ তুলে সেই ছাত্রীদের ডাকা ছেলে বন্ধুদের দ্বারা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজ ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রিয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ রায়হান সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন ছাত্রদল, মোহাম্মদ তৈাহিদ যুগ্ম আহবায়ক কলেজ ছাত্রদল, মো ঈদুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন ছাত্রদল। এ ছাড়া ইমরান ও শফিসহ অনকে নেতৃত্ব দেন।