
চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে সুশীলনের উদ্যোগে, বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করন কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত সভা অনুষ্ঠিত হয় চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়ন পরিষদ হলরুমে । অদ্য ২৩ এপ্রিল ২০২৫ ইংরেজি রোজ বুধবার ১১.১০ ঘটিকায় সুশিলনের ব্যবস্হাপনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে সুশীলন এবং অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপজেলা সমন্বয়কারী সুশীলন কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন (প্যানেল চেয়ারম্যান মুজিবনগর ইউনিয়ন পরিষদ ) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুশিলনের SBC প্রজেক্টের PO জগন্নাথ রায়, UFF মোঃ সোহেল, সংরক্ষিত ইউপি সদস্য মোসাঃ নাজমা, ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদস্য সহ আরো অনেকে।
চরফ্যাশন উপজেলার সুশীলনের সমন্বয়কারী মোঃ বুলবুল আহমেদ বলেন, প্রত্যেক ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।আমরা সকলেই ঘূর্ণিঝড়ের পূর্বমুহূর্তে প্রস্তুতি নিলে আমাদের সকলের ঘূর্ণিঝড় থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান,মানুষকে সব সময় ঘূর্ণিঝড় আগাম সতর্কতা সংকেত দেয়ার প্রচেষ্টা থাকতে হবে।ঘূর্ণিঝড় পূর্ববর্তী সময়ে মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসে, এবং দুর্যোগের পূর্ব মুহূর্তে সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আহবান জানান, সর্বশেষ সুশীলন ও বিশ্ব খাদ্য কর্মসূচি কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।