ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক না, কার্যকর করতে চাই: আইজিপি
সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না
মদনে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
কালীগঞ্জে ভোটমারীতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কয়েকশ’ ঘরবাড়ি
নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে ইউএনও’র আকস্মিক স্কুল পরির্দশন
নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
মিরপুর-১০ নম্বর থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হবে: ডিএনসিসি প্রশাসক
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আনারুল বাহিনীর সদস্য আটক
পাঁচবিবিতে ধরঞ্জী ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা
সুজানগরের সোহান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে কিন্তু টাকার অভাবে তার পড়ালেখা অনিশ্চিত
কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসার শিক্ষক নিহত
আইজিপি ব্যাজ পাচ্ছেন ২৬৮ পুলিশ সদস্য
সাবেক আইজিপি ও র‌্যাব ডিজিসহ পুলিশ পদক পাচ্ছেন ৬২ জন
মুলা বিক্রেতা থেকে আ’লীগ নেতা দুলালের দাপটে অতিষ্ঠ গ্রামবাসী
ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

দ্যা টাইগার এন্টারটেইনমেন্ট রেস্টুরেন্টে অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় অবস্থিত ‘দ্যা টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত বিদেশী মদ ও বিয়ারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ম (র‍্যাব-১)।

বৃহস্পতিবার (২৪এপ্রিল) র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- কামাল হোসাইন (২৬),) মো.আলাল শেখ ওরফে আল আমিন (৩১), শুভ্র আন্তনী পীরিজ ওরফে শুভ্র (৩৪) এবং লিটু দেবনাথ (২৬)।

সালমান নূর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-১ এর একটি দল দি টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানে
বিপুল পরিমাণ অবৈধ এবং অননুমোদিত বিদেশী মদ গোপনে গুদামজাত করছে। একইসাথে রেস্টুরেন্টটি টাইগার বার নাম ব্যাবহার করে পূর্ণাঙ্গ বারের মত লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত বারে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ হয়। তাদেরকে স্থানীয় জনগণ বিভিন্ন সময় বাধা প্রদান করলে তারা হামলার শিকার হন।

তিনি বলেন, অভিযোগ বিবেচনা করে র‍্যাব-১ এর একটি অনুসন্ধনী দল তদন্ত শুরু করে এবং বিভিন্ন অসংগতির প্রমাণ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার পূর্বে তাদের কাছে বার লাইসেন্স সংক্রান্ত দলিল চাওয়া হলে বারের ম্যানেজার, ক্যাশিয়ার এবং কর্মচারীরা আত্মগোপন করে। পরবর্তীতে তাদেরকে বারের একটি গোপণ কক্ষ থেকে আটক করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে টাইগার বার নামে নিবন্ধিত কোন দলিল পাওয়া যায় নি। রেষ্টুরেন্টটি বেআইনীভাবে নামটি ব্যাবহার করে দীর্ঘদিন যাবত বার ব্যাবসা এবং অসামাজিক কার্জকলাপ পরিচালনা করছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে রেষ্টুরেন্টের ২য় তলা, ৩য় তলা এবং ৪র্থ তলায় সর্বমোট ৪ টি গোপন স্টোর পাওয়া যায় এবং স্টোরগুলো থেকে বিপুল পরিমাণ অননুমোদিত বিদেশী মদ এবং বিয়ার জব্দ করা হয়।

গত ৩১ মার্চ বিভিন্ন অসঙ্গতির জন্য মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক জরিমানা করা হয়েছিল বলেও জানান তিনি।

এসময় উদ্ধার করা মোট বিয়ার ও মদ মিলিয়ে আনুমানিক মূল্য ৩ কোটি ৫৫ লাখ ২০হাজার টাকা। এছাড়াও নগদ-৪ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা, তিনটি ল্যাপ্টপ ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ