
নড়াইলে হকার্স মার্কেট রক্ষার দাবিতে মার্কেটের ব্যবসায়িরা মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে রুপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন, হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ বছর ধরে আমরা এই হকার্স মার্কেটে ব্যবসা করে আসছি। নড়াইল শহরের ভিতর দিয়ে ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মানের কাজ শুরু হলে, ব্যবসায়িরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়ি প্রতিষ্ঠান সরিয়ে নেন, সে সময় তৎকালিন জেলা প্রশাসকের নিকট পুনঃবাসনের দাবি জানালে তিনি মৌখিক ভাবে জানান এ কাজ শেষ হলে, রাস্তার পার্শ্বে হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট জায়গা যদি থাকে তাহলে সেখানে ক্ষতিগ্রস্থ দোকানীদের পুনঃবাসন করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের কথায় আশ্বস্ত হয়ে আমরা নির্মান কাজ শেষ হওয়ার পর নিজ খরচে রাস্তার অবশিষ্ট জায়গায় খুপড়ি দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। সাংবাদিকদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে। জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে জেলা প্রশাসক মহোদয়কে বিভিন্ন মহল থেকে নিয়মিত চাপ প্রয়োগ করছে। এই মার্কেটে আগে যারা ব্যবসা করতো বর্তমানেও তারাই ব্যাবসা করছে। এখানে কোন প্রকার অর্থের বিনিময়ে কাউকে কোন দোকান ঘর দেয়া হয়নি। অর্থ আত্মসাতের বিষয়ে সে সব অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়। এ মার্কেট উচ্ছেদ করলে এ মার্কেটের হত দরিদ্র ব্যবসায়িরা, তাদের পরিবারের সদস্যরা ও মার্কেট সংশ্লিষ্ট কর্মচারিদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে। এ মার্কেটের জন্য জনসাধারনের কোনো ক্ষতি হচ্ছে না।সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এ মার্কেট যেন উচ্ছেদ না করা হয়। এ সময় হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।