ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ হত্যাকাণ্ডে দুই ছাত্রী গ্রেফতার
আমতলীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন
পবিত্র জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল সমূহ
মাধবপুরে ১ মন গাজা সহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল ‘ম্যাথ ক্লাব’র আয়োজনে সিএসএমসি ম্যাথহান্ট অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
কপিলমুনি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের নিপীড়নের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন
নওগাঁয় ১ হাজার ৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ
পঞ্চগড়ে সরাসরি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা-জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন তারেক রহমান
শ্যামনগরে ব্যতিক্রমী এক কর্মশালায় পুরুষদের ধারনা নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়ার আহবান ডিএনসিসি প্রশাসক এজাজের
কাশ্মীরে সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
অবৈধ পথে পাচার কালে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ৫ লাখ টাকার সেগুনের কাঠ উদ্ধার
রূপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ বাহিনী আটক
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২০৪

২২ দফার দাবিতে কুষ্টিয়ায় বিএটি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে সকাল ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের চৌড়হাস এলাকায় বৈষ্যম্যবিরোধী শ্রমিক আন্দোলনের ব্যানারে বৃটিশ আমেরিকান টোবাকো কারখানা ঘেরাও করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ২০১২ থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, এক ও অভিন্ন নিয়োগপত্র, আইন বহির্ভূতভাবে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুর্নবহালসহ ২২ দফা বাস্তবায়নের দাবি জানান।
বিএটির শ্রমিক অসন্তোষ দূরীকরণে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার নির্ধারিত সময় মঙ্গলবার পার হয়েছে জানিয়ে মৌসুমী শ্রমিক শাহীন আহমেদ বলেন, এর আগে এই প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কাজ করেছে, শ্রম আইন ও বিধিমতে তাদের জন্য সব পাওনাদি নিশ্চিত করলেও এখন আর সেটা মানছে না কর্তৃপক্ষ। একটা স্বাধীন দেশের ভূখণ্ডে কারখানা পরিচালনা করবেন আর দেশের আইন-কানুন ও সরকারি নিয়মনীতি মানবেন না, সেটা কী করে হয়। শ্রমিকদের ভালো-মন্দ, ন্যায্য অধিকার দেখার জন্য এখানে যে সিবিএ সংগঠন রয়েছে। কিন্তু এর নেতারা এখন মালিকপক্ষের পা-চাটা দালাল হয়ে গেছেন। আমরা বাঁচলাম না মরলাম তাতে ওইসব দালাল সিবিএ নেতাদের কিছু যায় আসে না, হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা দেখব, সাধারণ শ্রমিকের স্বার্থ না দেখে, মালিকের দালালি করে কয়দিন তারা নেতাগিরি করতে পারে। এ বিষয়ে বিএটি শ্রমিকদের ন্যায্য অধিকার ও হিস্যা আদায়ের সংগঠন সিবিএ সভাপতি মোমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে বলেন, কর্মবিরতি দিয়ে শ্রমিকদের মানববন্ধনের বিষয়ে আমার কিছু বলার নাই। আমি এখন একটা মিটিংয়ে আছি, পরে কথা বলব বলেই লাইন কেটে দেন।
অভিযোগের বিষয়ে বিএটি কুষ্টিয়া কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আব্দুল মুকিত কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে কারখানার ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতেও দেওয়া হয়নি। তবে ফটকের ভেতর থেকে একজনকে বলতে শোনা যায়, কর্তৃপক্ষের বক্তব্য কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে জানানো হয়েছে। যা জানার সেখান থেকেই জেনে নিতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক মুনছুর বিল্লাল বলেন, গত বছর অক্টোবরে মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বিত সভা থেকে গৃহীত সিদ্ধান্ত মেনে শ্রমিক অসন্তোষ দূরীকরণে বিএটিকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কর্তৃপক্ষ সেটা না মানার কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়োগপত্র না দেওয়া, বিনা কারণে শ্রমিক ছাঁটাই, বকেয়া পাওনাদি পরিশোধ, ঝুঁকি ভাতাসহ অন্তত ২২ দফা সুপারিশ মেনে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তখন সময় দেওয়া হয়। তিনি আরো বলেন, এসব মীমাংসিত বিষয় বাস্তবায়ন করে শ্রম মন্ত্রণালয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের অনুরোধ করে পত্র পাঠানো হয়েছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কি না তা আমাদের জানায়নি। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত শ্রমিকদের আইনগত পথেই এগুতে হতে পারে।

শেয়ার করুনঃ