
ঢাকার কেরানীগঞ্জে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ‘গাংচিল ডাকাত গ্রুপ’-এর কুখ্যাত জলদস্যু/ডাকাত ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২৩ এপ্রিল) দুপুরে সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা ৩০ শেরে বাংলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর টহল দল ঢাকা উদ্যান বোটঘাট এলাকার উল্টো পাশে বুড়িগঙ্গা নদী অতিক্রম করে কেরানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে। এসময় তার কাছথেকে বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
সাভার ও মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৪টি ডাকাতির মামলা রয়েছে। ইউসুফের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে মো.আকাশ হাওলাদার ওরফে ‘খবরি’ কে আটক করা হয়।
অভিযানে ১০টি বড় রাম দা,৩টি চাপাতি,৫ প্যাকেট গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ইউসুফ ও খবরির দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আদাবরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম শোভন গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,শোভন বিভিন্ন সময় কিশোর গ্যাং এবং ডাকাত দলের সাথে যুক্ত থেকে থেকে সন্ত্রাসী ও চাদাবাজি কর্মকাণ্ড পরিচালনা করতো। শোভনের বাসায় তল্লাশি চালিয়ে ১টি এয়ারগান,.২২ ও ৯মিমি পিস্তলের গুলি,২টি টেজার গান,১টি সামুরাই,৪টি চাপাতি, ৯টি বড় ছুরি,৬টি মোবাইল ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটক তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে