
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে মসজিদের চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে একটি নিরীহ পরিবারকে সমাজচ্যুত ও একঘরে করে গ্রামের প্রবাবশালী কতিপয় মোড়ল। এতে অসহায় হয়ে বিপাকে পড়েছে পরিবারটি। সমাজের কেউ কথা বলে না তাদের সাথে, সামাজিক আচার অনুষ্ঠানেও অংশগ্রহণে মানা রয়েছে এই পরিবারের। এরই প্রতিবাদে পদযাত্রা ও স্মারক লিপি প্রদান করেছেন নিকলীর প্রতিবাদী সাধারণ নাগরিক ফোরাম। মঙ্গলবার সকাল ১১ টায় নিকলী পুরাতন বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন নিকলীর প্রতিবাদী সাধারণ নাগরিক ফোরাম এর কামরুল হাসান,মোঃ আলমগীর হোসেন, মোঃ খাইরুল ইসলাম,প্রিন্স মাহমুদ তুহিন,রেফায়েত হোসেন আরিফ প্রমুখ।
একঘরে’ হওয়া পরিবারটির অভিভাবক মোঃ আবু বাক্কার সিদ্দিক অভিযোগ করেন, ঈদ উপলক্ষে মসজিদের মুসল্লিদের ধার্য চাঁদা পরিশোধ না করায় শবেকদরের দিনে জুমার নামাজের পর মসজিদের মাইকে ৯১ জনের নাম ঘোষণা করা হয়। তাঁর নামে ধরা এক হাজার টাকা চাঁদা পরিশোধ করেছেন। এর পরও তাঁর নামসহ চাঁদা পরিশোধ করেননি এমন ৯১ জনের নাম মাইকে ঘোষণা করা হয়। এক পর্যায়ে তিনি প্রতিবাদ জানিয়ে মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘এভাবে প্রকাশ্যে লজ্জা না দিয়ে ব্যক্তিগত পর্যায়ে চেয়ে চাঁদার টাকাটা আদায় করা যেত’।
এ ঘটনার জেরে গত ১২ এপ্রিল তাঁর পরিবারকে ‘একঘরে’ করে দিয়েছেন প্রভাবশালী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মেসার্স শাপলা ব্রিক ফিল্ডের মালিক মোঃ ইদ্রিছ আলী ওরফে ইদু মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন।এ বিষয়ে মোঃ ইদ্রিছ আলী ওরফে ইদু মিয়া জানান, তিনি কাউকে এক ঘরে করেননি। আবু বাক্কার সমাজের লোকজনকে গালাগাল করেছেন,এরপর তার সাথে সমাজের লোক কথা বলেন আবার কেউ কথা বলেন না। তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেন ইদ্রিছ আলী ওরফে ইদু মিয়া।