
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে স্টেডিয়াম এলাকা ঘুরে ১০ নম্বর গোলচক্কর পর্যন্ত মিছিলটি অগ্রসর হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড মিরপুর থানা যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন মিরপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেল, সাবেক সহ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন রাসেল এবং রূপনগর থানা যুবদলের আব্দুর রউফ রনি সহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “সাবেক স্বৈরাচার সরকারের দোসররা আবারও রাজপথে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। তারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।” নেতৃবৃন্দ নেতাকর্মীদের রাজপথে থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো মিছিল ও সভা-সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন।
সমাবেশে নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডিআই/এসকে