
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাস স্ট্যান্ডের সাথে চলছে কৃষি জমি কাটা ও বালু ভরাটের মহোৎসব। নিমতলা- শীমপাড়া সড়কের আশপাশে বিভিন্ন ফসলি জমি স্ক্যাভেটর মেশিন দিয়ে কাটা হচ্ছে। কুচিয়ামাড়া এলাকার ব্যবসায়ী জাবেদ হোসেন অবৈধভাবে স্ক্যাভেটর (ভেক্যু) মেশিন দিয়ে এসব জমির মাটি কাটছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, যত্রতত্রভাবে ভেক্যু দিয়ে মাটি কাটার ফলে দিন দিন কৃষি জমিগুলো হুমকির মুখে পড়ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে জায়গার মালিক সোহেল হোসেন জাবেদ এর অবৈধ বেকু দিয়ে ফসলি জমির মাটি কাটছে। সড়কে থাকা সরকারি গাছ কর্তন করে বালু ভরাটও করা হচ্ছে।
ভেক্যু ব্যবসায়ী জাবেদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অনুমতি নেওয়ার বিষয়ে আমি কিছু বলতে পারি না। তবে অনুমতি ছাড়া এ কাজ করা যায় না তা জানি।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন খবর পেলাম ব্যবস্থা নিচ্ছি।