
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা প্রতিরোধে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ২১ এপ্রিল রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ আতিকুর রহমান (৩৮) – সদস্য, উপজেলা শ্রমিক লীগ এবং সাংগঠনিক সম্পাদক, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ।
২। মোঃ আব্দুল মালেক ওরফে মানিক (৫৭) – সিনিয়র সহ-সভাপতি, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ।
৩। মোঃ নুর ইসলাম ওরফে নুরু (৫৪) – সভাপতি, ৬নং ওয়ার্ড শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ।
৪। মোঃ নজরুল ইসলাম (৬০) – সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড শিলখুড়ি ইউনিয়ন কৃষক লীগ।
৫। মোঃ মোতাব্বের হোসেন (৭৮) – ১নং কার্যকরী সদস্য, আন্ধারীঝার ইউনিয়ন আওয়ামী লীগ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।