ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জে একতা বহুমূখী প্রতিবন্ধী স্কুলে’র উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ৩ নং আমড়াগাছিয় ইউনিয়ন এর একতা বহুমূখী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর রোজ রবিবার সকাল থেকে র‌্যালি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধীদের খাবার বিতরন করা হয়েছে।

একতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আয়োজনে স্কুলের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ মজিবুর রহমান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি জনাবা সাইয়েমা হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কারারক্ষী ররিশারে মোঃ শামিম আহম্মেদ, বাংলাদেশ প্রেসক্লাব মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সুজন, সাংবাদিক উত্তাম গোলদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ কালছার হোসেন, অভিভাবক ও সহকারী শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ইয়ারু নেছা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রতিবন্ধী ছাত্র ছাত্রী ও অভিভাবক দের মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। তিনি এ বিষয়ে আরো প্রচারের উপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ করেন যাতে সরকারের কার্যক্রমগুলো সুবিধা প্রতিবন্ধী ব্যক্তিরা পেতে পারেন। বিশ্বের বিভিন্ন সফল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উদাহরণ দিয়ে এদের সমাজের বোঝা হিসাবে না বিবেচনা করার জন্য সকলকে অনুরোধ করেন এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন,আমড়াগাছিয় একতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয় এর মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সাফল্যের নিদর্শন রাখছে। এজন্য তিনি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং স্থানীয় সকলকে সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ কালছার হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন,২০০১ সালে এলাকার বেকার যুবক যুবতীদের নিয়ে একতা বহুমুখী সমজাকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়। উক্ত সংগঠনটি ২০০৩ সালে সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালীর মাধ্যমে এবং ২০০৬ সালে যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর মাধ্যমে নিবন্ধন লাভ করে। সংগঠনের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ২০১৩ সালে প্রতিবন্ধী সনাক্ত করন জরীপ কাজে অংশ গ্রহন করে প্রতিবন্ধীদের অবস্থা তাদের জীবন যাত্রার মান এবং শিক্ষা, স্বাস্থ্য সেবার দিকে লক্ষ্য করে ২০১৬ সালে এই সংগঠনটির মাধ্যমে “একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়” নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতি বছর আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করে আসছি। ঐ দিন এলাকার গরীব প্রতিবন্ধী ও বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করেন এবং যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করি। প্রতি বছরই ঈদ-উল-ফিতর ও ঈদ- উল-আযহা সময়ে নতুন পোষাক এবং শীত কলে শীত বস্ত্র বিতরন করি। বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত দিবসগুলো এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় দিনগুলো পালন করা হয়।
বিদ্যালয় বিএসএড প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন শিক্ষক রয়েছে এদের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উন্নত প্রযুক্তি মাধ্যমে পাঠ দান করানো হয় এবং দুই জন থেরাপী শিক্ষক দ্বারা অকুপেশন ও ফিজিও থেরাপী সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় বলে প্রধান শিক্ষক।

শেয়ার করুনঃ