
সারাদেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৬১৮ জন।
গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান।
তিনি বলেন, সারাদেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৬১৮ জন। মোট গ্রেফতার হয়েছে ১৬৩১ জন।
আভিযানিক কার্যক্রমে এ সময় সিলভার রংয়ের বিদেশি পিস্তল ১টি, দেশীয় একনলা বন্দুক ২টি, দেশীয় এলজি ১টি, দেশীয় পাইপগান ৪টি, চায়না রাইফেলের কার্তুজ ৬টি, ওয়ান শুটারগান ২টি, নাইন এমএম এর কার্তুজ ১টি, শটগানের সিসার কার্তুজ ৭টি, চাপাতি ১টি, চাকু ৩টি, রামদা ৪টি, চাইনিজ কুড়াল ২টি, কিরিচ ৫টি, ছোরা ২টি, চাইনিজ কুড়াল ৫টি, ড্যাগার ১টি, লুণ্ঠিত এসএমজি ম্যাগজিন ১টি, গুলি ৫ রাউন্ড উদ্ধার করা হয়েছে।
এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।
ডিআই/ এসকে