
ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকালে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কাজী মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাতটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
উল্লেখ্য, কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়। তাছাড়া ২০১৬ সাল থেকে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিআই/এসকে