
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রোববার (২০ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসি মেহেদী হাসান বলেন, রবিবার মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সারওয়ার (৫৭), এ আর আলমগীর (৬০), বাইজিদ দৌলা বিপু (৬১), রনি (২৭) ও জাকির হোসেন (২৪)। তাদের মধ্যে চুরির মামলায় দুজন, অস্ত্র আইনে একজন, ডিএমপির মামলায় একজন ও অন্য মামলায় একজন রয়েছেন।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে