
রাজধানীর আদাবরের রিং রোডে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে গ্রেফতার হয়েছে শরিফ ওরফে কিলার শরিফ (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজ।
হত্যা ও চাঁদাবাজির মামলায় শরীফ আগেও ১৩ বছর জেল খেটেছে বলে জানা গেছে।
গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে সেনাবাহিনীর শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রবিবার (২০ এপ্রিল) রাতে সেনাবাহিনীর শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার (২১এপ্রিল) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, গতকাল রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে আসে শরিফ ওরফে কিলার শরীফ। সে কথিত গফাদার নবীর ভাই এর লোক হয়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেন সেলুন মালিকের কাছে। পরে সেলুনের মালিক সেনাবাহিনীকে ফোন করে জানান। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করে।
তিনি জানান, এ ছাড়া তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, এ চক্রের পেছনে কোনও গডফাদার জড়িত আছে কিনা, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, হত্যা ও চাঁদাবাজির মামলায় শরীফ আগেও ১৩ বছর জেল খেটেছে। পরে জেল থেকে বের হয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন কিলার শরীফ। বিভিন্ন সময় দলবল নিয়ে রাস্তার ভ্যান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে শরিফের বিরুদ্ধে।
ডিআই/এসকে