
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে “সহকারী শিক্ষক ঐক্য করি, সুশিক্ষিত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হলো, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের আহবায়ক কমিটির পরিচিত, ২০২৩ ও ২০২৪ সালে যোগদান সহকারী শিক্ষকদের সংবর্ধনা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন খন্দকারের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এক অনাড়ম্বর অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষক সমাজের আহবায়ক মোঃ রাখিবুল হাসানের সভাপতিত্বে বিষয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবিবার (২০ এপ্রিল) উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচকের আসন অনলংকৃত করেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নয়ন কুমার সাহা ও কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী। উপজেলা সহকারী শিক্ষক সমাজের আহবায়ক মোঃ রাখিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নার্গিস ফাতেমা তোকদার, রিসোর্স সেন্টারের ইনেস্ট্রাক্টর লস্কর আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসাহাক আলী, জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মিনহাজুল ইসলাম প্রমূখ। পরে, আহবায়ক কমিটির সদস্য, নব্য-যোগদান সহকারী শিক্ষক, বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের অতিথিবৃন্দকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের আহবায়ক কমিটির সদস্য মোঃ জোবায়দুল ইসলাম।